অনার্স এর পূর্ণরূপ কি | Honours Full Meaning

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় অনার্স কোর্স করা হয়ে থাকে। অনার্স কোর্স মূলত চার বছর এর হয়। অর্থাৎ চার বছর লাগে অনার্স কোর্স সম্পন্ন করতে। আজকের আর্টিকেলে আমরা অনার্স সম্পর্কে সকল প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়লে অনার্স সম্পর্কে আপনার কাঙ্ক্ষিত সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবেন।

অনার্স এর পূর্ণরূপ কি

অনার্স কোর্স চার বছর মেয়াদী হয় এবং এই কোর্সের মূলত যে কোন এক বিষয়ের উপর খুঁটিনাটি পড়ানো হয়ে থাকে। অনার্স এর পূর্ণরূপ হল “অনার্স ডিগ্রি”। ইংরেজিতে “অনার্স” কে “Honours” বলা হয়। এটি একটি একাডেমিক ডিগ্রি যা স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়।

অনার্স এর বাংলা মানে কি

“অনার্স” শব্দটির বাংলা অর্থ হল “সম্মান”। এটি একটি একাডেমিক ডিগ্রি যা স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়। অনার্স ডিগ্রি অর্জনের জন্য শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট বিষয়ে প্রধান কোর্স এবং কিছু সাধারণ কোর্স সম্পন্ন করতে হয়।

honours এর পূর্ণরূপ কি

Honours এর পূর্ণরূপ “Bachelor of Honours”। বাংলায় এটিকে “সম্মান স্নাতক” বলা হয়। এটি একটি স্নাতক ডিগ্রি যা স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়। Honours ডিগ্রি অর্জনের জন্য চার বছর একটি বিষয়ে পড়াশোনা করতে হয়। এবং সকল বিষয়ের সম্পূর্ণ পাশ করা হলে স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করা হয়।

Honours Full Meaning

অনার্স এর পূর্ণরূপ হল ব্যাচেলর অফ অনার্স। অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান ডিগ্রি। এই কোর্সটি মূলত চার বছরের হয়ে থাকে। অনার্সের অর্থ হলো স্নাতক সম্মান, প্রদর্শিত সৌলন্যাদি। অনার্সের রেজাল্ট মূলত প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণি এবং তৃতীয় শ্রেণি হিসেবে Degree প্রদান করা হয়ে থাকে। Honours Full Meaning Bachelor of Honours.

অনার্স শব্দের অর্থ কি?

অনার্স শব্দের অর্থ বিভিন্ন রকমের হতে পারে। তবে অনার্স একটি সম্মানীয় ডিগ্রি। যা চার বছর একটি বিষয়ে পড়াশোনা করে অনার্স ডিগ্রী অর্জন করতে হয়। অনার্স শব্দের অর্থ হলো- সম্মাননা, খ্যাতি, মর্যাদা, প্রতিষ্ঠাতা এবং পুরস্কার। অর্থাৎ যারা অনার্স কোর্স সম্পন্ন করে থাকেন তাদেরকে গ্রাজুয়েট ডিগ্রি প্রদান করা হয়। সর্বশেষ বলা যায় অনার্স শব্দের অর্থ সম্মান।

Honour এর মানে কি?

Honour এর মানে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় স্নাতক সম্মান ডিগ্রী বলা হয়। Honour এর মানে সম্মান বা সম্মাননা, শ্রদ্ধা, মর্যাদা, গৌরব, খ্যাতি বলা যায়। অনার্স মানে একটি সম্মানের ডিগ্রি। যা অর্জন করতে একটি বিষয়ে চার বছর পড়াশোনা করে দক্ষ হতে হয়।

অনার্স ইংরেজি বানান

অনার্স এর ইংরেজি বানান দুইভাবে করা হয়ে থাকে। অনার্সের ইংরেজি বানান হল “Honours”। ব্রিটিশ ইংরেজিতে এই বানান ব্যবহার করা হয়। আমেরিকান ইংরেজিতে “Honors” বানান ব্যবহার করা হয়। আশা করি অনার্স ইংরেজি বানান জানতে পেরেছেন।

Hons এর পূর্ণরূপ কি?

Hons এর পূর্ণরূপ হল “Honours”। এটি একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদী কোর্সের স্নাতক সম্মান ডিগ্রি। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় যেকোনো একটি বিষয় চার বছরের কোর্স সম্পূর্ণ করলে তাকে সম্মানীয় ডিগ্রি প্রদান করা হয়ে থাকে।

অনার্স এর অর্থ কি?

অনার্স এর অর্থ হচ্ছে সম্মান। এছাড়া অনার্সের অর্থ বিভিন্ন রকমের হতে পারে। তবে এটি শিক্ষা ক্ষেত্রে চার বছর মেয়াদী একটি কোর্সের নাম। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় অনার্স কোর্স চলমান রয়েছে। আপনি যে বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী সেই বিষয় নিয়ে অনার্স কোর্স সম্পন্ন করতে পারেন। অনার্স ফোর সম্পূর্ণ হলে স্নাতক ডিগ্রি সড়ক প্রদান করা হয়ে থাকে।

Honors এর অর্থ কি?

Honors এর অর্থ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি সনদ। চার বছর একটি বিষয়ে পড়াশোনা করার পরে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান ডিগ্রি দিয়ে থাকে। একই গ্রাজুয়েট ডিগ্রী বলে থাকে। Honors এর অর্থ স্নাতক (সম্মান)।

অনার্স এর পূর্ণরূপ কি | Honours Full Meaning

আমি অনার্স পড়ি english translation

আমি অনার্স করি english translation হচ্ছে- I am studying Honours। অথবা I am an Honours student. অথবা I am enrolled in an Honours program. এছাড়া যদি প্রশ্ন করা হয় আমি ইংরেজি সাহিত্যে অনার্স পড়ি এর ইংরেজি অনুবাদ কি? ট্রান্সলেশন হচ্ছে- I am studying Honours in English Literature. এখানে আপনাকে অনার্সের যেকোন বিষয় এর নাম বসিয়ে সহজেই অনুবাদগুলো সবার সামনে উচ্চস্বরে বলতে পারেন।

অনার্স ইংরেজি পাস মার্ক কত

অনার্স ইংরেজি পাস মার্ক মূলত বিশ্ববিদ্যালয় বোর্ড অথবা আনুষাঙ্গিক অন্যান্য বিষয়ের উপরে নির্ভর করে। তবে সাধারণভাবে অনার্স ইংরেজিতে পাস করার জন্য আপনাকে অবশ্যই ৩০% নাম্বার পেতে হবে। আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ইংরেজি পাস মার্ক দেখি- জাতীয় বিশ্ববিদ্যালয়ের নন ক্রেডিট অনার্স সম্পূর্ণ কারীদের পাস মার্ক ৪০% ধরা হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি অনার্স ইংরেজি বিষয়ে পাস করতে চান? তাহলে অবশ্যই ইংরেজি বিষয়ে ৪০% নাম্বার অর্জন করতে হবে।

বিএ অনার্স মানে কি

বিএ অনার্স মানে ব্যাচেলর অফ আর্টস (সম্মান)। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় বিএ অনার্স কোর্স চলমান রয়েছে। বিএ অনার্স মানে কলা বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি। আপনাকে বিএ অনার্স ডিগ্রি অর্জন করতে হলে অবশ্যই চার বছর মেয়াদে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান অথবা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইত্যাদি যেকোনো একটি বিষয়ে চার বছর পড়াশোনা করে বিএ অনার্স ডিগ্রী অর্জন করতে হয়। অর্থাৎ বিএ মানে ব্যাচেলর অফ আর্টস। যা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চার বছর পড়াশোনা করে খুব সহজেই এই ডিগ্রিটি নিতে পারেন।

বি বি এ মানে কি

বিবিএ মানে ব্যবসায় প্রশাসনে স্নাতক (Bachelor of Business Administration)। এটি একটি স্নাতক ডিগ্রি যা ৪ বছর মেয়াদী। বিবিএ এর পূর্ণরূপ হল ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বিবিএ এর জনপ্রিয় কিছু বিষয় হল- ব্যবসায় নীতি , ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, অর্থনীতি, বিপণন, মানব-সম্পদ ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা ইত্যাদি।

অনার্স এর কি কি ডিপার্টমেন্ট আছে?

বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স এর সর্বমোট ৩০ টি ডিপার্টমেন্ট বা ৩০ টি বিভাগ রয়েছে। যেখানে মানবিক শাখায় ১৫ টি বিভাগ, বিজ্ঞান শাখায় ১১ টি বিভাগ এবং ব্যবসা শাখায় চারটি বিভাগ রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগ গুলো হল- বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃ-বিজ্ঞানী, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এবং গার্হস্থ। বিজ্ঞান শাখার বিভাগ গুলো হলো- পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ-রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞান। এবং ব্যবসা শাখার চারটি বিভাগ গুলো হলো- মার্কেটিং, ফিন্যান্স, হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা।

অনার্স শেষ করতে কত বছর লাগে?

অনার্স শেষ করতে কত বছর লাগবে তা নির্ভর করে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের। অর্থাৎ আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ছয় বছরের মধ্যে আপনার অনার্স সম্পূর্ণ হতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স এর সময়সীমা হচ্ছে চার বছর। তবে সেশনজট হলে সে ক্ষেত্রে চার বছরের বেশি সময় লেগে থাকে। আরেকটি কথা না বললেই নয় শিক্ষার্থী পরীক্ষায় ফেল করলে সেক্ষেত্রের সময় বেশি লাগবে। তবে সাধারণভাবে বলা যায়- জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স শেষ করতে চার থেকে ছয় বছর এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অনার্স শেষ করতে চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে।

বিএসসি ও বিএসসি অনার্সের মধ্যে পার্থক্য কি?

বিএসসি ও বিএসসি অনার্সের মধ্যে পার্থক্য:

বিষয়বিএসসিবিএসসি অনার্স
মেয়াদ৩ বছর৪ বছর
শিক্ষা পদ্ধতিবার্ষিক পরীক্ষা পদ্ধতিসেমিস্টার পদ্ধতি
কোর্সের ধরনসাধারণবিশেষায়িত
বিষয়ের সংখ্যাকমবেশি
গবেষণাকম গুরুত্ববেশি গুরুত্ব
শিক্ষকঅভিজ্ঞ শিক্ষকঅভিজ্ঞ ও গবেষক শিক্ষক
চাকরির বাজারে চাহিদাকমবেশি
উচ্চতর শিক্ষামাস্টার্সস্নাতকোত্তর সম্মান
শিক্ষার খরচতুলনামূলক কমতুলনামূলক বেশি
যোগ্যতামাধ্যমিক স্তরে উত্তীর্ণমাধ্যমিক স্তরে উত্তীর্ণ এবং ভালো জিপিএ
নরমাল ডিগ্রি ও অনার্স ডিগ্রির মধ্যে পার্থক্য কি?

অনার্স ডিগ্রিঃ

১। অনার্স ডিগ্রি ৪ বছর মেয়াদী।
২। অনার্স ডিগ্রিতে সেমিস্টার পদ্ধতি অনুসরণ করা হয়।
৩। অনার্স ডিগ্রিতে বিশেষায়িত বিষয় পড়ানো হয়।
৪। অনার্স ডিগ্রিতে গবেষণার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়।
৫। অনার্স ডিগ্রিতে অভিজ্ঞ ও গবেষক শিক্ষকদের দ্বারা পড়ানো হয়।
৬। অনার্স ডিগ্রিধারীদের চাকরির বাজারে বেশি চাহিদা আছে।
৭। অনার্স ডিগ্রিধারীরা স্নাতকোত্তর সম্মান করতে পারে।
৮। অনার্স ডিগ্রির শিক্ষার খরচ তুলনামূলক বেশি।

নরমাল ডিগ্রিঃ

১। নরমাল ডিগ্রি ৩ বছর মেয়াদী।
২। নরমাল ডিগ্রিতে বার্ষিক পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হয়।
৩। নরমাল ডিগ্রিতে সাধারণ বিষয় পড়ানো হয়।
৪। নরমাল ডিগ্রিতে গবেষণার উপর তেমন গুরুত্ব দেওয়া হয় না।
৫। নরমাল ডিগ্রিতে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা পড়ানো হয়।
৬। নরমাল ডিগ্রিধারীদের চাকরির বাজারে তেমন চাহিদা নেই।
৭। নরমাল ডিগ্রিধারীরা মাস্টার্স করতে পারে।
৮। নরমাল ডিগ্রির শিক্ষার খরচ তুলনামূলক কম।

অনার্স ভর্তি কবে থেকে শুরু হবে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স লেভেলে ভর্তি শুরু হয় প্রতিবছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের অনার্স ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে থাকে। ইতিমধ্যে ২০২৪ সালের অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

অনার্স লেভেলে ভর্তি হতে হলে ভর্তির শুরু ও শেষ সময় সম্পর্কে আগে থেকে জানা থাকতে হবে। তা না হলে কোন দিক দিয়ে ভর্তির বিজ্ঞপ্তি ও সময়সীমা শেষ হয়ে যাবে তা নিজেও জানতে পারবেন না। অনার্স ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। এছাড়া আপনি চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সকল আপডেট তথ্য দেখে নিতে পারেন।

অনার্স ডিগ্রির সুবিধা কি?

১। আপনি যদি অনার্স ডিগ্রির সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করি। খুব সহজেই অনার্স ডিগ্রি সম্পন্ন করতে পারবেন।
২। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ডিগ্রি চার থেকে পাঁচ বছরে সম্পন্ন করা যায়।
৩। অনার্স ডিগ্রি সম্পন্ন করলে অনায়াসে ভালো জায়গায় জব করতে পারবেন।
৪। এটি সম্পূর্ণ করলে আপনাকে সম্মানসূচক সনদ প্রদান করা হবে।
৫। এটি সম্পন্ন করলে একটি বিষয়ে খুবই দক্ষ হিসেবে পরিচিত এবং দক্ষতা দেখাতে পারবেন।

অনার্স এর সাবজেক্ট কয়টি | জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স এর বিষয় সমূহ

বিএসসি (অনার্স) বিজ্ঞান শাখার বিষয় সমূহ:
১. রসায়ন
২. পদার্থবিজ্ঞান
৩. গণিত
৪. পরিসংখ্যান
৫. উদ্ভিদবিজ্ঞান
৬. প্রাণিবিজ্ঞান
৭. প্রাণ রসায়ন
৮. পরিবেশ বিজ্ঞান
৯. ভূগোল ও পরিবেশ
১০. মনোবিজ্ঞান
১১. মৃত্তিকা বিজ্ঞান
১২. গার্হস্থ্য অর্থনীতি
১৩. কম্পিউটার বিজ্ঞান

BBA : অনার্স ব্যবসায় শাখার বিষয় সমূহ

১। ব্যবস্থাপনা

২। হিসাববিজ্ঞান

৩। মার্কেটিং

৪। ফিন্যান্স এন্ড ব্যাংকিং ।

BA (Bachelor of Arts Honours) :অনার্সে আর্টস এর সাবজেক্ট কি কি

১। বাংলা
২। ইংরেজি
৩। ইতিহাস
৪। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
৫। দর্শন
৬। ইসলামি শিক্ষা
৭। আরবি ।

BSS ( Bachelor of social science ) :বি এস এস এর বিষয় সমূহ

১। রাষ্ট্রবিজ্ঞান
২। সমাজবিজ্ঞান
৩। সমাজকর্ম
৪। অর্থনীতি
৫। নৃ – বিজ্ঞান
৬। ভূগােল ও পরিবেশ

অনার্সে মানবিকে কি কি সাবজেক্ট আছে?

অনার্সে মানবিক বিভাগের বিষয় সমূহ:
১. বাংলা

২. ইংরেজি

৩. আরবি

৪. ফারসি ভাষা ও সাহিত্য

৫. উর্দু

৬. সংস্কৃত

৭. পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ

৮. ইতিহাস

৯. দর্শন

১০. ইসলামিক স্টাডিজ

১১. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

১২. তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা

১৩. থিয়েটার এন্ড

পারফরম্যান্স স্টাডিজ

১৪. ভাষাবিজ্ঞান

১৫. সংগীত

১৬. বিশ্ব ধর্ম ও সংস্কৃতি

১৭. নৃত্যকলা

১৮. অর্থনীতি

১৯. রাষ্ট্রবিজ্ঞান

২০. আন্তর্জাতিক সম্পর্ক

২১. সমাজবিজ্ঞান

২২. লোক প্রশাসন

২৩.গণযোগাযোগ ও সাংবাদিকতা

২৪. নৃবিজ্ঞান

২৫. শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন

২৬. পপুলেশন সাইন্স

২৭. উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ

২৮. টেলিভিশন , চলচিত্র ও ফটোগ্রাফি

২৯.উন্নয়ন অধ্যয়ন

৩০. ক্রিমিনোলজি

৩১. কমিউনিকেশন ডিসঅর্ডারস ( যোগাযোগ বৈকল্য)

৩২. প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ

৩৩. জাপানিজ স্টাডিজ

৩৪. আইন

৩৫. মনোবিজ্ঞান

৩৬. ভূগোল ও পরিবেশ

৩৭. সমাজ কল্যাণ

৩৮. স্বাস্থ্য অর্থনীতি

৩৯. শিক্ষা

৪০. ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ।

অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি

আমার দেখা অনার্সের সবচেয়ে সহজ সাবজেক্ট এর মধ্যে একটি হলো সমাজকর্ম , ইসলামের ইতিহাস, ইতিহাস । আপনারা যারা অল্প পরিশ্রমে অল্প খাটাখাটনিতে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে চাচ্ছেন তারা সমাজকর্ম নিয়ে পড়াশোনা করতে পারেন। ব্যাপারটি এমন নয় যে সমাজকর্ম সাবজেক্টটি ভালো না। সাবজেক্টি ভালো তবে এটি অন্য সাবজেক্টে তুলনায় অনেক সহজ। যারা অনার্সের সহজ সাবজেক্ট খুঁজছেন তাদের জন্য সমাজকর্ম সাবজেক্টটি সেরা হবে। তবে বেশিরভাগ দুর্বল শিক্ষার্থীরা এই সাবজেক্টটি বেছে নেন।

যার কারণে কলেজে সাবজেক্ট চয়েসে বিশেষ প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। এছাড়াও যারা আর্থিকভাবে সচ্ছল না তাদের জন্য এই সাবজেক্টটি সেরা হবে। কারণ সমাজকর্ম নিয়ে পড়লে প্রাইভেট অথবা টিউশনির প্রয়োজন হয় না। বাসাতে বিশেষ সাজেশন পড়লেই আপনি পরীক্ষাতে ভালো ভালো অর্জন করতে পারবেন। এই জন্য যারা অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য সমাজকর্ম এই সাবজেক্টটি সবচেয়ে পারফেক্ট।

অনার্স সাবজেক্ট চয়েস

অনার্স সাবজেক্ট চয়েস একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ এটি আপনার ভবিষ্যৎ কর্মজীবনকে প্রভাবিত করতে পারে। আপনার জন্য সঠিক সাবজেক্ট নির্বাচন করতে, আপনার নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করা উচিত:

১। আপনার আগ্রহ:

আপনি কোন বিষয়ে পড়তে আগ্রহী?

আপনার কোন বিষয়ে ভালো করার সম্ভাবনা বেশি?

২। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা:

আপনি ভবিষ্যতে কী করতে চান?
কোন বিষয় আপনার ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে সাহায্য করবে?

৩। চাকরির বাজার:

কোন বিষয়ে চাকরির বাজারে চাহিদা বেশি?
কোন বিষয় আপনাকে ভালো বেতনের চাকরি পেতে সাহায্য করবে?

৪। আপনার দক্ষতা:

কোন বিষয়ে আপনার ভালো দক্ষতা আছে?
কোন বিষয়ে আপনার দক্ষতা উন্নত করার সুযোগ আছে?

৫। পরীক্ষার ধরন:

পরীক্ষার ধরন কেমন?
আপনি কি মুখস্থ বিদ্যা পছন্দ করেন, নাকি বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা?

Read More

Check Also

অনার্স ১ম বর্ষের বই মার্কেটিং বিভাগ বইয়ের তালিকা: সম্পূর্ণ গাইড

অনার্স ১ম বর্ষের বই মার্কেটিং বিভাগ বইয়ের তালিকা: সম্পূর্ণ গাইড

The book list for Honors 1st Year in the Marketing Department includes titles on marketing …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *